বনানী গুলশানে সন্ধ্যা ছয়টায় গ্যাস সরবরাহ শুরু হবে

রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা ডিওএইচএস এলাকায় পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বেলা একটা থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। সন্ধ্যায় ছয়টায় ফের গ্যাস সরবরাহ করা হবে। তিতাস গ্যাস সরবরাহ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রথম আলোকে জানিয়েছে।

দুপুর একটা থেকে রাজধানীর বনানী থেকে বারিধারা ডিওএইচএস এলাকায় বাসাবাড়ির গ্যাস সরবরাহ ছাড়াও শিল্প, বাণিজ্যিক, সিএনজি, ক্যাপটিভ গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল-মামুন প্রথম আলোকে বলেন, এটি পাইপ লাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ। সন্ধ্যা ছয়টার মধ্যে ফের গ্যাস চালু হবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেটি আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল।