বলুন আপনার কথা
আপনার চারপাশে কত কিছুই না ঘটছে। হতে পারে তা পাড়ার কোনো সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যক্তি বা সংগঠনের কোনো উদ্যোগ, যা আপনি জানাতে চান চারপাশের সবাইকে। আপনার চোখে ধরা পড়া উদ্যোগ, সাফল্য, সমস্যা এবং অস্বাভাবিকতার কথা লিখে জানান প্রথমআলোকে।
লেখা পাঠানোর মাধ্যম যদি চিঠি হয়, তাহলে খামের ওপরে লিখুন ‘রাজধানী’, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার. ঢাকা-১২১৫।
ই-মেইল করতে পারেন
এই ঠিকানায়।