বাংলাদেশে 'উবার ইটস' বন্ধ হচ্ছে

আন্তজার্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের ফুড ডেলিভারি সেবা 'উবার ইটস' বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে। আগামী ২ জুন থেকে উবার ইটসের সেবা বাংলাদেশে পাওয়া যাবে না।

আজ মঙ্গলবার উবারের ভারতীয় আঞ্চলিক অফিসের ওয়েবসাইটের এক ব্লগ পোস্টে বাংলাদেশে উবার ইটসের সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, 'সহজ ও নির্ভরযোগ্য উপায়ে খাবার পৌঁছে দেওয়ার এক বছর পর আমরা একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। আগামী ২রা জুন ২০২০ থেকে বাংলাদেশে উবার ইটসের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।'

এ ছাড়া উবার বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার সঙ্গে আরও বলা হয়, উবার ইটস তাদের বড় বাজারগুলোতেই আরও বেশি মনোনিবেশ করতে চায়।

গত বছরের এপ্রিলে উবার ইটসের কার্যক্রম বাংলাদেশে চালু হয়। চালুর এক বছরের মাথায় তারা এ সেবাটি বন্ধ করে দিচ্ছে। ব্লগ পোস্টে আরও জানানো হয়, তাদের রাইড শেয়ারিং সেবাটি অব্যাহত থাকবে।

গত ৪ মে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, উবার ইটস আরও আটটি দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। এর মধ্যে রয়েছে- চেক রিপাবলিক, মিশর, হন্ডুরাস, রোমানিয়া, সৌদি আরব, ইউক্রেন ও উরুগুয়ে। এ ছাড়া আরব আমিরাতের স্থানীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে উবার ইটস এক হয়ে যাচ্ছে।

সিএনবিসি জানায়, উবার সিঙ্গাপুরে তাদের এশিয়া প্যাসিফিকের প্রধান কার্যালসহ বিশ্বের ৪৫টি কার্যালয় বন্ধ করে দিচ্ছে।