বাংলাদেশের আগামী পঞ্চাশের জয়গান

অলিম্পিক মঞ্চে উড়ছে লাল-সবুজের পতাকা। সোনার পদক হাতে উচ্ছ্বাস করছেন অ্যাথলেট। সবজিখেত থেকে ফসল তুলছে রোবট। চাঁদের বুকে বাংলাদেশের পতাকা। দেশেই উৎপাদিত হচ্ছে আন্তর্জাতিক মানের গাড়ি। এমন সব সাফল্যের কথা ও দুর্বার গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের ছবি তুলে ধরা হয়েছে ‘আগামী পঞ্চাশে’ গানে।

এ অদম্য বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু হয় ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী এক যুদ্ধের পর—বহু আত্মত্যাগ ও বীরত্বের ইতিহাসে রচিত হয় স্বাধীনতার গৌরবগাথা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জন্ম হয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। আর সেই বিজয়ের ৫০তম বার্ষিকী উদ্‌যাপন করছে বাংলাদেশ। গৌরবময় বিজয়ের বিশাল অর্জনে অনুপ্রাণিত হয়ে স্বপ্নজয়ের অভিযাত্রায় একটু একটু করে এগিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে রয়েছে লাল–সবুজের পতাকা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারা দেশে উৎসবের আমেজ। সুবর্ণজয়ন্তীর আমেজকে আরও রঙিন করে দিতে শাহ সিমেন্ট এ আয়োজন করেছে।

‘আমিই বাংলাদেশ বিজয়ের উল্লাসে, আরও বড় হব আগামী পঞ্চাশে’ গানটির সুর ও কথায় তুলে ধরা হয়েছে মহাকাশ বিজয়, প্রযুক্তির উৎকর্ষ, গ্লোবাল কানেকটিভিটি, ইকুইটেবল ডেভেলপমেন্ট, বিশ্বমঞ্চে নিজের সংস্কৃতি, বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ও সভায় নেতৃত্ব, সমুদ্রসীমায় এক্সপ্লোরেশন, জীবনযাত্রার মানে উন্নত দেশের পর্যায়ে ও নারীর সত্যিকারের ক্ষমতায়ন ও সমমর্যাদা।

শাহ্‌ সিমেন্ট নিবেদিত ‘আগামী পঞ্চাশে’ শিরোনামের এ মিউজিক ভিডিও ১৫ ডিসেম্বর শাহ্‌ সিমেন্টের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। শাহ্‌ সিমেন্টের নিজস্ব ফেসবুক পেজে মিউজিক ভিডিওটি দর্শকের ব্যাপক সাড়া পেয়েছে। ১৯ ডিসেম্বর দুপুর পর্যন্ত গানটির ভিউ হয়েছে ২১ লাখের বেশি।

গানটিতে কণ্ঠ দিয়েছেন লিংকন, নিরব, মাশা ইসলাম, তাশফী, কনা, ঐশী, সালমান, ইন্নিমা, ইয়ার হোসাইন, শান্ত, সাগর ও নিবির। সুর ও সংগীত পরিচালক করেছে পাভেল আরিন। গীতিকার জুলফিকার রাসেল। অসাধারণ এ গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন গাজী শুভ্র, তাঁর প্রোডাকশন হাউস রেড ডট থেকে।
গানটি দেখতে ক্লিক করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন