বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালত
প্রতীকী ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

রিতা দেওয়ান ছাড়া মামলার অপর দুই আসামি হলেন শাহজাহান ও ইকবাল হোসেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, পালাগানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গত ২ ফেব্রুয়ারি বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের নালিশি মামলা করেন আইনজীবী ইমরুল হাসান। মামলাটি আমলে নিয়ে তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন ট্রাইব্যুনালের বিচারক। তদন্ত শেষে আসামি রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গত ৩ নভেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, পালাগানের মাধ্যমে আসামি রিতা দেওয়ান ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। আর রিতা দেওয়ানের ওই ভিডিও প্রচার করেন আসামি শাহজাহান ও ইকবাল হোসেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।