বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন অধ্যক্ষ

হাসপাতালে নওগাঁর পোরশা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর একটি যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন নওগাঁর পোরশা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মিজানুর রহমানের ছেলে মুর্তজা কামাল প্রথম আলোকে বলেন, মঙ্গলবার ভোরে তাঁর বাবা নওগাঁ থেকে তাঁর মোহাম্মদপুরের বাসায় আসেন। দুপুরের দিকে সচিবালয়ে যাওয়ার সময় বাসে উঠলে অজ্ঞান পার্টির কবলে পড়েন।

মিজানুর রহমান অচেতন অবস্থায় গেন্ডারিয়া কাঠের পুল এলাকায় পড়েছিলেন বলে জানিয়েছেন তাঁর সহকর্মী ইলিয়াস হোসেন। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও বলেন, তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ও একটি মুঠোফোন পাওয়া যায়নি। অপর একটি ছোট ফোন তাঁর সঙ্গে ছিল, সেখান থেকেই তাঁকে ফোনে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে তিনি হাসপাতালে আসেন। কী পরিমাণ অর্থ খোয়া গেছে, তা তাঁর জ্ঞান ফিরলে জানা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মিজানুর রহমানের পাকস্থলী জরুরি বিভাগে ‘ওয়াশ’ করা হয়েছে। এখন তিনি মেডিসিন ওয়ার্ডে ভর্তি।