বায়তুল মোকাররমের চারপাশে পুলিশের নিরাপত্তাবেষ্টনী

বায়তুল মোকাররমের চারপাশে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছে পুলিশছবি: শুভ্র কান্তি দাশ

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চারপাশে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শ সদস্য মসজিদের চারপাশে অবস্থান নিয়েছেন। ওই এলাকায় সরেজমিনে এমনটাই দেখা গেছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চারপাশ ছাড়াও আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান লক্ষ করা গেছে।

মতিঝিল জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত জুমার নামাজ শেষে একদল লোক ভাস্কর্যবিরোধী কর্মসূচির নামে সহিংসতার চেষ্টা করেছিলেন। আজ তাঁরা অনুমতি ছাড়া এ ধরনের কোনো কর্মসূচি করবেন না বলে কথা দিয়েছেন। তাঁদের ওপর আস্থা রাখা যাচ্ছে না। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা জানান, বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় অন্তত চার থেকে ৫০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন।