বিজ্ঞান জাদুঘরে বৃক্ষরোপণ কর্মসূচি

বিজ্ঞান জাদুঘর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী
ছবি: সংগৃহীত

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গণে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। আজ মঙ্গলবার নিমগাছের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান জাদুঘর প্রাঙ্গণে সৌরজগতের মডেল অনুসরণ করে ল্যান্ডস্কেপ উদ্ভিদ রোপণ করার লক্ষ্যে এ কার্যক্রম চালু করা হয়েছে। মূলত মুজিব বর্ষ উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ মডেলের কার্যক্রম অনেকখানি এগিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে মহাপরিচালক মুনীর চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সে দেশকে প্রেম ও কর্তব্যবোধের চেতনা নিয়ে হৃদয় দিয়ে গড়া আমাদের কর্তব্য। একটি বৃক্ষ বছরে ৯০০০ কেজি অক্সিজেন দেয়, ৭০০০ কেজি কার্বন ডাই-অক্সাইড শোষণ করে।

সুতরাং বৃক্ষের পরিবেশগত মূল্যকে গুরুত্ব দিয়ে বৃক্ষরোপণ আন্দোলন ছড়িয়ে দিতে হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে নিমের চারার পাশাপাশি বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ রোপণ করা হয়।