বিদেশফেরত ৮৩ জনের বিরুদ্ধে ৫৪ ধারার মামলার কার্যক্রম স্থগিত

হাইকোর্ট
ফাইল ছবি

ভিয়েতনাম-কাতারফেরত ৮৩ বাংলাদেশির বিরুদ্ধে সাধারণ ডায়েরির ভিত্তিতে ৫৪ ধারায় করা মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

ভিয়েতনামফেরত ময়মনসিংহের মো. রহমান নামের এক প্রবাসীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেন।

গত ১৮ আগস্ট ওই ৮৩ প্রবাসী দেশে ফিরে আসেন। তাঁদের মধ্যে ৮১ জন ভিয়েতনাম থেকে ও ২ জন কাতার থেকে দেশে ফেরেন।

বিদেশফেরত ৮৩ বাংলাদেশির ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তাঁদের সন্দেহভাজন আসামি দেখিয়ে তুরাগ থানায় সাধারণ ডায়েরি করে পুলিশ। এই ডায়েরির ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

৫৪ ধারার মামলার কার্যক্রম বাতিল চেয়ে ১৮ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন বিদেশফেরত ৮৩ বাংলাদেশির একজন মো. রহমান।

আজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন রিপন কুমার বড়ুয়া।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

পরে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ৮৩ জনের মধ্যে ভিয়েতনামফেরত মো. রহমান নামের একজন ৫৪ ধারার মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট তদন্তসহ মামলার সব কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন। সেই সঙ্গে ওই মামলা কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।