বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার আধুনিকায়নে গুরুত্ব: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ​, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
ফাইল ছবি

বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনব্যবস্থার মধ্যে ব্যবধান থাকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী বাজেটে বিদ্যুৎ সঞ্চালন লাইন ও বিতরণব্যবস্থা আধুনিকায়নে গুরুত্ব দেওয়া হবে।

আজ শনিবার ‘আসন্ন জাতীয় বাজেট ২০২১-২২: বিদ্যুৎ উৎপাদনকারীদের প্রত্যাশা’ শীর্ষক এক ওয়েবিনারে এ কথা বলেন নসরুল হামিদ। বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারী ব্যবসায়ীদের সংগঠন ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিআইপিপিএ) সহযোগিতায় এই ওয়েবিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)।

নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি পুরোনো অকার্যকর বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিতে হবে। মানুষ অন্ধকার দেখতে চায় না। এখন পর্যন্ত শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা যায়নি। এটি নিশ্চিত করতে হবে। শিল্পের নিজস্ব উৎপাদন কেন্দ্র ক্যাপটিভ বিদ্যুতে জ্বালানি গ্যাসের অপচয় হচ্ছে।’

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশে গ্যাসের চাহিদা বাড়ছে। আমদানি করা হচ্ছে। এর সঙ্গে দেশে উৎপাদিত প্রাকৃতিক গ্যাস মিশ্র না হলে খরচ অনেক বেড়ে যেত।
রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন কোম্পানিকে নিজস্ব আয়ে চলার পরামর্শ দিয়ে নসরুল হামিদ বলেন, সরকারের কাছ থেকে টাকা নেওয়া ও বিল দেওয়ার চিন্তা থেকে পিডিবিকে সরে আসতে হবে। আরও দক্ষ হতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। ধীরে ধীরে সরকার বরাদ্দ কমিয়ে দেবে।

বেসরকারি খাতের বিভিন্ন দাবির বিষয়ে নসরুল হামিদ বলেন, এক যুগে এ খাতে বাজেট বরাদ্দ ১০ গুণ বেড়েছে। বেসরকারি ও বিদেশি বিনিয়োগ এসেছে। শুরু থেকেই তাদের অনেক সুবিধা দেওয়া হয়েছে। এখন তো একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে। বেসরকারি খাতের সামর্থ্য বেড়েছে। তাই সরকার রাজস্ব বাড়াতে সিদ্ধান্ত নিতে পারে। আবার কম দামে বিদ্যুৎ সরবরাহের বিষয়টিও সরকারের বিবেচনায় আছে।

বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, বেসরকারি উৎপাদন কোম্পানির সব দাবি হয়তো বাজেটে প্রতিফলিত হবে না। এগুলো নিয়ে আগেও বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। এসব দাবির পক্ষে বিদ্যুৎ বিভাগ সচেষ্ট আছে।

হাবিবুর রহমান বলেন, ফার্নেস অয়েলে আমদানি শুল্ক বাড়িয়ে বিদ্যুতে ভর্তুকি দিয়ে ‘কোনো সুফল আসবে না’। এতে শুধু এনবিআরের রাজস্ব বাড়বে। এটি নিয়ে এনবিআরের সঙ্গে আলোচনা করা হবে।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপিপিএর সহসভাপতি মোজাম্মেল হোসেন। তিনি স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি, অগ্রিম কর, ফার্নেস অয়েলে ৩৪ শতাংশ আমদানি শুল্ক, বিলম্বে বিল প্রদান, পরিবেশগত সনদ প্রদানে বিলম্ব, স্টোরেজ ট্যাংকের ভাড়া ইত্যাদি বিষয়ে বিদ্যুৎ বিভাগের সহযোগিতা কামনা করেন। বেসরকারি খাতের ভূমিকা নিয়ে তিনি বলেন, বর্তমানে ২৪ হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মধ্যে ৯ হাজার ৩৮৪ মেগাওয়াট বেসরকারি খাতের।

এফইআরবির চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন ও বিআইপিপিএ সভাপতি ইমরান করিম।