বিপন্ন নিসর্গের নিঃশব্দ ডাক

আলোকচিত্র প্রদর্শনী ‘ট্রাঙ্ক কল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী অমল আকাশের বৃক্ষনিধন ও প্রকৃতিবিনাশী কার্যক্রমের প্রতিবাদী পারফরম্যান্স আর্ট পরিবেশনা। রোববার পান্থপথের দৃক গ্যালারিতে
ছবি: আশরাফুল আলম

একটা সময় জরুরি বার্তা আদান–প্রদানের জন্য লোকে ‘ট্রাঙ্ক কল’ করত। আলোকচিত্রশিল্পী হামিদুল হকের ‘ট্রাঙ্ক কল’ও জরুরি প্রয়োজনেই। তবে সেই ডাকটি বৃক্ষের। ‘ট্রাঙ্ক’ অর্থাৎ গাছের কাটা কাণ্ড পড়ে আছে পথের পাশে। সারা দেশজুড়েই চলছে ব্যাপক বৃক্ষনিধন। সেসব কাটা বৃক্ষ একটি জরুরি বার্তা পাঠাচ্ছে মানুষের কাছে যে—প্রকৃতি ধ্বংস হয়ে গেলে মানুষের অস্তিত্বও বিপন্ন হয়ে পড়বে। হাবিবুল হক বৃক্ষের সেই নিঃশব্দ ডাকেই তুলে ধরেছেন ‘ট্রাঙ্ক কল’ নামের তাঁর আলোকচিত্র প্রদর্শনীতে।

আজ রোববার সন্ধ্যায় পান্থপথের দৃক গ্যালারিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দৃক পিকচার লাইব্রেরি এই প্রদর্শনীর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ ও প্রকৃতি নিয়ে আলোচনা করেন অধ্যাপক আনু মুহাম্মদ, রানী য়েন য়েন, সঞ্জীব দ্রং, রেজাউর রহমান ও দৃকের পক্ষে শহিদুল আলম।

আলোকচিত্রশিল্পী হাবিবুল হক তাঁর ২৫ বছরের কর্মজীবনের অধিকাংশ সময় দৃকের সঙ্গেই যুক্ত থেকেছেন। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে তিনি প্রকৃতি ও পরিবেশে নিয়ে কাজ করেছেন। প্রদর্শনীর উদ্বোধন হয়েছিল শিল্পী অমল আকাশের বৃক্ষনিধন ও প্রকৃতিবিনাশী কার্যক্রমের প্রতিবাদী পারফরম্যান্স আর্ট পরিবেশনা ও বীথি ঘোষের গাওয়া ‘পাখিরা নিরুদ্দেশ, গাছেরা পুড়ে ছাই/ শ্বাস নিতে সামান্য বাতাস কোথা পাই’ গানটি দিয়ে।

প্রদর্শনীতে আলোকচিত্র রয়েছে ৩৪টি। চলবে ১৪ জুন পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রকৃতি বিনাশে মানুষের নির্মমতা এবং প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উভয় দিকই আলোকচিত্রশিল্পী হাবিবুল হক তাঁর ছবিতে তুলে ধরেছেন।

পুড়িয়ে দেওয়া জুম পাহাড়, উন্নয়ন ও নগর সম্প্রসারণের নামে বৃক্ষনিধন, উপকূলের বিপন্ন ম্যানগ্রোভ বনসহ প্রকৃতিবিনাশী ছবিগুলো রয়েছে একপাশে। অন্য পাশে আছে গাছের নান্দনিক রূপ। কোনো কোনো কাণ্ড হুবহু মানুষের মুখের আকৃতির। লতাগুলো যেন নৃত্যরত; শাখার বিন্যাস, পাতার গড়ন কতই না মনোরম। মানুষের ত্বকের সঙ্গে গাছের বাকলের কত মিল। মানুষের চোখের মতোই কাণ্ডের ভেতরের গিঁটগুলোর আকৃতি। সব মিলিয়ে প্রকৃতি আর মানুষ যেন একাকার। এই মহামিলনের বিচ্ছিন্নতায় যে মহাবিপর্যয়, সেই নিঃশব্দ ডাকটিই আলোকচিত্রী শোনাতে চেয়েছেন দর্শকদের।