বিমানবন্দরে দুই কেজি সোনাসহ গ্রেপ্তার ২

সোনার বার
ফাইল ছবি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দুই কেজি সোনাসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশ বলেছে, উদ্ধার হওয়া সোনার দাম দেড় কোটি টাকা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. সুমন মিয়া (৪১) ও তৌহিদুল ইসলাম (৪১)। এপিবিএন সূত্রে জানা গেছে, সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে দুই যাত্রী সুমন ও তৌহিদুল আজ বেলা দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

তাঁরা বিমানবন্দরের গ্রিন সিগন্যাল পার হয়ে বহির্গমন টার্মিনালের বাইরে আসেন। এ সময় বিমানবন্দরে কর্মরত এপিবিএনের সদস্যরা তাঁদের সন্দেহজনক আচরণ দেখে আটক করেন। একপর্যায়ে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে কয়েকটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারের ওজন দুই কেজি।

বিমানবন্দরে কর্মরত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন (গণমাধ্যম ও অভিযান) প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুমন ও তৌহিদুল পুলিশকে বলেছেন, তাঁরা দীর্ঘদিন চোরাচালানে সম্পৃক্ত। উদ্ধার করা সোনা কাস্টমস গুদামে হস্তান্তর ও গ্রেপ্তার দুজনকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।