বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে গুঁড়িয়ে দেওয়া হলো চার ভবন
বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলে (দ্বিতীয় চ্যানেল) অভিযান চালিয়ে ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে আজ রোববার রাজধানীর লালবাগ থানার কামরাঙ্গীরচর মৌজায় এই অভিযান পরিচালনা করে।
বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিআইডব্লিউটিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান পরিচালনা করে নদীর সীমানায় থাকা দুটি চারতলা বাড়ি, একটি দোতলা বাড়ি ও একটি একতলা বাড়ি উচ্ছেদ করা হয়েছে। এ সময় একটি ছয়তলা ও একটি তিনতলা বাড়ির অংশবিশেষ ভেঙে ফেলা হয়।
উচ্ছেদের সময় ভেঙে ফেলা হয়েছে ১৩টি টিনের ঘর, ২টি পাকা দেয়াল। এ ছাড়া এক একর সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।