বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনঃখনন শুরু চলতি মাসে: মেয়র তাপস
দখল ও দূষণে মৃতপ্রায় বুড়িগঙ্গার আদি চ্যানেল। এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, বুড়িগঙ্গা আদি চ্যানেলের সীমানা নির্ধারণ করে চলতি মাসেই এর পুনঃখননের কাজ শুরু হবে। পুনঃখনন শুরুর আগে আদি চ্যানেল পুরোপুরি দখলমুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ বুধবার দুপুরে পুরান ঢাকার কালুনগরের কোম্পানীঘাট এলাকায় স্লুইসগেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি আরও বলেন, ‘আদি বুড়িগঙ্গা পুনঃখনন কার্যক্রমের দরপত্র সম্পন্নের প্রক্রিয়ায় রয়েছে। আশা করছি এ মাসের মধ্যেই এটা শুভ উদ্বোধন করতে পারব। এখানে যত রকম দখল রয়েছে, বড় কারখানা বলেন কিংবা ব্যক্তিগত দখল বলেন, সব দখলমুক্ত করে আমরা পুরো আদি বুড়িগঙ্গা চ্যানেলের সীমানা নির্ধারণ করে পুনঃখননের কাজ আরম্ভ করব।’
আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে প্রভাবশালী দখলদারদের উচ্ছেদে কোনো বাধা অনুভব করছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে মেয়র তাপস বলেন, ‘আমরা এ পর্যন্ত প্রায় সাড়ে ছয় একর জমি দখলমুক্ত করেছি। খালের মুখ যেখানে ১০০ ফুট ছিল, সেগুলো দখল করে তা ৮ ফুট পর্যন্ত কমিয়ে আনা হয়েছিল। আমরা সেগুলো দখলমুক্ত করেছি। অবৈধভাবে নির্মিত দশতলা ভবনও আমরা ভেঙেছি। আমরা পুরোটাই দখলমুক্ত করে, অবমুক্ত করে, পূর্ণাঙ্গরূপে আদি বুড়িগঙ্গাকে পূর্বের অবস্থানে নিয়ে আসব, নান্দনিক পরিবেশ সৃষ্টি করব।’
এর আগে নগরীর নাসিরাবাদে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন করেন মেয়র। এরপর নর্থসাউথ রোড ও তাঁতীবাজার মোড়ে জলাবদ্ধতা নিরসনে নর্দমার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা–৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।