ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জেরে ঢাকা কলেজের ছাত্রকে ‘মারধর’

সোমবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় তরঙ্গ প্লাস পরিবহনের একটি বাসে ঢাকা কলেজের এক ছাত্রকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে
ফাইল ছবি: প্রথম আলো

ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জের ধরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে তরঙ্গ প্লাস পরিবহনের একটি বাসে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মিরাজ হোসেন। তিনি ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এ ঘটনার জেরে তরঙ্গ পরিবহনের দুটি বাস আটক করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বাস দুটি ছেড়ে দেয় পুলিশ। মিরাজ হোসেনের বরাত দিয়ে পুলিশ জানায়, রামপুরা থেকে কলেজে যাচ্ছিলেন তিনি। শাহবাগ আসার পর তাঁর কাছে ভাড়া চান চালকের সহযোগী। তালিকার চেয়ে বেশি ভাড়া চাওয়ায় প্রতিবাদ করেন তিনি। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে মিরাজ হোসেনকে মারধর করা হয়।

পুলিশ আরও জানায়, মিরাজ ক্যাম্পাসে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানান। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় গিয়ে তরঙ্গ প্লাসের দুটি বাস আটক করেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম প্রথম আলোকে বলেন, ঘটনাটি ঘটেছে শাহবাগ এলাকায়। তাই ওই শিক্ষার্থীকে শাহবাগ থানায় গিয়ে অভিযোগ দিতে বলেছি। শিক্ষার্থীরা দুটি বাস আটক করেছিলেন। বাস দুটি ছেড়ে দেওয়া হয়েছে।