ভোটের আগের দিন সভাপতিপ্রার্থীর মৃত্যু

হিলালী ওয়াদুদ চৌধুরী
ছবি: সংগৃহীত

দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আজ শুক্রবার সকালে মারা গেছেন। তিনি এবার সাব এডিটরস কাউন্সিলের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আগামীকাল শনিবার এই নির্বাচন হওয়ার কথা।

হিলালী ওয়াদুদ চৌধুরী জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

পরিবার জানায়, আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সভায় অংশ নিতে হিলালী ওয়াদুদ চৌধুরী বাসা থেকে বের হচ্ছিলেন। হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে দ্রুত মালিবাগের খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

হিলালী ওয়াদুদ চৌধুরী স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ে সামারা হিলালী আইডিয়াল স্কুলের মুগদা শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

আজ বাদ জুম্মা জাতীয় প্রেসক্লাবে হিলালী ওয়াদুদ চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁকে দাফন করা হবে।