মনগড়া তথ্য প্রচারের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজরের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মনগড়া তথ্য প্রচারের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গত ১২ অক্টোবর রাজধানীর লাববাগ থানায় এই মামলা করেন আবদুল্লাহ আল মামুন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বাদী আল মামুন প্রথম আলোকে বলেন, তিনি কবি জসীম উদ্দিন হলে থাকেন। হল শাখা ছাত্রলীগের সদস্য।

এই মামলায় অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার ছাড়াও রেজা ফয়সাল নামের আরেক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, আসামিরা ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরকার বিরোধী উস্কানিমূলক মিথ্যা তথ্য প্রচার করছে। উস্কানিমূলক তথ্য প্রচার করে সরকার বিরোধী আন্দোলনের লক্ষ্যে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে আসছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মনগড়া, বানোয়াট তথ্য প্রচার করছে।

মামলায় আরও বলা হয়, আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনসহ তাঁর সহযোগী সমর্থকদের আইনের আওতায় আনা গেলে সরকার প্রধান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা রাষ্ট্রের বিরুদ্ধে আরও বহু পরিকল্পিত ষড়যন্ত্রের মূলোৎপাটন সম্ভব হবে।

মামলাটি তদন্ত করছে লালবাগ থানা–পুলিশ।