মসজিদের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

ঢাকার মুগদা এলাকার এই মসজিদের ছাদ থেকে পড়ে যান ওই তরুণ
ছবি: প্রথম আলো

রাজধানীর মুগদা এলাকার একটি মসজিদের ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর মুগদার আল হেরা জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত আল আমিন (২০) মুগদার মান্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

পুলিশ  ও হাসপাতাল সূত্র জানায়, আল হেরা জামে মসজিদের ইমাম জুনায়েদ হোসেন বেলা তিনটার দিকে রক্তাক্ত অবস্থায় আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইমাম জুনায়েদ হোসেন হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, আল আমিন জুমার নামাজ শেষে কয়েক যুবকের সঙ্গে মসজিদের ছাদে ওঠেন। একপর্যায়ে তিনি মাথা ঘুরে সেখান থেকে নিচে পড়ে যান।

পরে এ বিষয়ে জানতে চাইলে আল আমিনের বাবা মো. খোকন প্রথম আলোকে বলেন, আগে থেকেই আল আমিনের মাথায় সমস্যা ছিল। হঠাৎ করেই তিনি মাথা ঘুরে পড়ে যেতেন। আগে তিনি মাদ্রাসায় লেখাপড়া করলেও কিছুদিন আগে বাদ দিয়েছিলেন।
দুই ভাই এক বোনের মধ্যে বড় ছিলেন আল আমিন। তাঁদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার বালিয়াহাটিতে।

ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।