মালিবাগে বাসে হঠাৎ আগুন

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাহী বাসে আজ শনিবার দুপুর পৌনে ১২টায় হঠাৎ আগুন ধরে যায়। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে যায়। তবে কোনো যাত্রী অগ্নিদগ্ধ বা আহত হননি।

পুলিশ বলছে, কোনো ব্যক্তি গাড়িটিতে আগুন দিয়েছেন, এমন কোনো প্রমাণ তারা পায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে বাসটিতে হঠাৎ আগুন ধরে যায় বলে তাদের ধারণা।

আগুন ধরে যাওয়া বাসটি তুরাগ পরিবহনের। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম প্রথম আলোকে বলেন, মালিবাগ রেলক্রসিংয়ে ট্রাফিক পুলিশের বক্সের ঠিক সামনেই চলন্ত বাসটিতে আগুন লাগে। ঘটনাস্থলে পুলিশের সদস্য এবং আশপাশে অনেক লোকজন ছিলেন। তাঁদের কেউই বাসে কাউকে আগুন ধরিয়ে দিতে দেখেননি। বাসে যান্ত্রিক ত্রুটি ছিল বলে চালক জানিয়েছেন। সেখানে থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।