মিরপুরে আজও উচ্ছেদ চলছে, রয়েছে পুলিশ

চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম
ছবি: প্রথম আলো

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর সড়কে আজ শুক্রবার দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনার উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সকাল ১০টা থেকে শুরু হয়েছে এ অভিযান। গতকাল বৃহস্পতিবার এ সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ৪০০ দোকানপাট ও ভবন উচ্ছেদ করা হয়।  
সরেজমিনে দেখা গেছে, গতকাল সড়ক থেকে যেসব অবৈধ স্থাপনা ভাঙা হয়, সেগুলোই আজকের অভিযানে পুরোপুরি অপসারণ করা হচ্ছে। স্থাপনাগুলো থেকে ব্যক্তি উদ্যোগে মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ী ও ভবনের বাসিন্দারা। কোনো রকমের বিশৃঙ্খলা এড়াতে গতকালের মতো আজও অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ লোকজনকে ঘটনাস্থলে ঢুকতে দিচ্ছে না তারা।

মালামাল সরিয়ে নিচ্ছেন কয়েকজন
ছবি: প্রথম আলো

মিরপুরে উচ্ছেদ অভিযানে গতকাল বৃহস্পতিবার ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া চলে। অভিযানে স্থানীয় লোকজন বাধা দিলে এ পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বিহারিদের সঙ্গে সেখানকার রাজনৈতিক নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া চলে। আজ পরিস্থিতি শান্ত রয়েছে।
অবৈধ স্থাপনার উচ্ছেদ কার্যক্রম দেখতে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের ঘটনাস্থলে আসার কথা রয়েছে।

গুঁড়িয়ে দেওয়া ভবনের একাংশ
ছবি: প্রথম আলো

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-২-এর আঞ্চলিক কর্মকর্তা এ এস এম সফিউল আজম বলেন, দ্বিতীয় দিনের মতো সড়ক থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। মাস্টারপ্ল্যান অনুযায়ী, ৬০ থেকে ৭৫ ফুট প্রশস্ত সড়কটির দখল করে নেওয়া জায়গাগুলো উদ্ধার করা হবে।