মিরপুরে শিশুবান্ধব গণপরিসরের উদ্বোধন

মিরপুরের জল্লাদখানা বধ্যভূমির গণপরিসরছবি: ভূমিজের সৌজন্যে

রাজধানীর মিরপুরের জল্লাদখানা বধ্যভূমিতে গণপরিসরের উদ্বোধন করা হয়েছে। এই গণপরিসরে আছে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন খেলনা উপকরণ, ব্যায়াম করার ও হাঁটার ব্যবস্থা, একটি গণমঞ্চ, বসার জায়গা, পাবলিক টয়লেটসহ বিভিন্ন সুবিধা। আজ রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এই শিশুবান্ধব গণপরিসরের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জল্লাদখানার জায়গাটিকে শিশুদের জন্য ও এলাকাবাসীর জন্য বিনোদনের জায়গা হিসেবে রূপান্তর একটি অভূতপূর্ব সাফল্য। এটি একটি উদাহরণ। ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থিত ছোট ছোট জায়গাকে স্বল্প পরিসরে নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব খেলার জায়গা হিসেবে গড়ে তোলা আরও সহজ হবে। পাড়ায় পাড়ায় কানাগলি, ফুটপাত ও রাস্তাগুলোকে খেলার মাঠ হিসেবে গড়ে তুলতে হবে।

গণপরিসরটি যেখানে হয়েছে, সেটি উত্তর সিটির ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে। এ ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক বলেন, শিশুবান্ধব গণপরিসরটি এলাকাবাসীর মানসিক স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখবে।

এই গণপরিসর পাবলিক-প্রাইভেট অংশীদারত্বের অধীনে গড়ে তোলা হয়েছে। এর নেতৃত্বে ছিল উত্তর সিটি করপোরেশন। এতে সহযোগিতা করে ইউএন হ্যাবিটেট, নগর গবেষণা কেন্দ্র (সিইউএস), ভূমিজ লিমিটেড, বার্জার বাংলাদেশ লিমিটেড, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে ভূমিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারাহানা রশীদ বলেন, এ রকম জনগণের অংশীদারত্ব প্রক্রিয়ার মাধ্যমে গণপরিসর উন্নয়নের শুরু হতে যুক্ত থেকে বাস্তবায়ন করতে পারাটা সৌভাগ্যের। তবে এর জন্য এখন দরকার সুষ্ঠু পরিচালনা ব্যবস্থাপনা।

অনুষ্ঠান শেষে মেয়র আতিকুল ইসলামসহ অতিথিরা চত্বরে বৃক্ষ রোপণ করেন।