মিরপুরের সাহিনুদ্দিন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী ছবি

রাজধানীর পল্লবী থেকে আলোচিত সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মঞ্জুরুল হাসান বাবু ওরফে ইয়াবা বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পল্লবীর লাল মাঠ এলাকা থেকে আটকের পর তাঁকে চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম প্রথম আলোকে বলেন, বাবু মিরপুরে সাহিনুদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি। তবে ওই মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তাঁদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। তার আগে আসামি বাবুকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আলোচিত সাহিনুদ্দিন হত্যার ঘটনায় এর আগে পরিকল্পনাকারী হিসেবে লক্ষ্মীপুর–১ আসনের সাবেক সাংসদ আবদুল আউয়ালসহ ১০ জনের বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া মনির ও মানিক নামের দুজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ খুনের ঘটনার সিসিটিভি ফুটেজে মনির ও মানিককে সরাসরি অংশ নিতে দেখা যায়।

গত ১৬ মে মিরপুরের পল্লবীর সিরামিকস গেটে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে ডিবি জানিয়েছে, পল্লবীর বুড়িরটেক-সংলগ্ন আলীনগরে জমি দখল করে আবাসন প্রকল্প গড়তে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল পুষতেন সাবেক সাংসদ আবদুল আউয়াল। আলীনগর আবাসিক প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ বাধে সাহিনুদ্দিনের সঙ্গে। এর জেরে তিনি সাহিনুদ্দিনকে খুন করান। এ খুনের জন্য সন্ত্রাসীদের ২০ হাজার টাকা দেন আউয়াল।