মেলার আয়ু আর দুই দিন

ফুরিয়ে এল বইমেলার দিন। কালই শেষ হয়ে যেত, তবে এক দিন বাড়তি—অধিবর্ষের কারণে এবার ফেব্রুয়ারি মাস ২৯ দিনে। শেষের দিনগুলোতে বিক্রি বেড়েছে। প্রকাশকদের পরিকল্পনামাফিক অধিকাংশ বই–ই বেরিয়ে গেছে। ক্রেতারা তালিকা নিয়ে আসছেন পছন্দের বই কিনতে। বাংলা একাডেমির হিসাব অনুসারে গতকাল বুধবার পর্যন্ত দিনে ৪ হাজার ২৩৯টি নতুন বই প্রকাশিত হয়েছে। অবশ্য এর মধ্যে মানসম্মত বই কতগুলো, তা নিয়ে প্রশ্ন আছে। অধিকাংশ প্রধান প্রকাশকই মেলায় গুণমান বিবেচনা ছাড়া এত বিপুল বই প্রকাশে অসন্তুষ্ট। এতে যেনতেন ধরনের বইয়ের ভিড়ে প্রকৃত ভালো বই আড়ালে পড়ে যায়, পাঠকের কাছে পৌঁছায় না। সে কারণে পাঠকের আগ্রহ কমার শঙ্কাও থাকে।

জার্নিম্যান প্রকাশনীর স্টলে সন্ধ্যায় জাদুশিল্পী জুয়েল আইচের আত্মজীবনী জীবন জয়ের জাদু এবং অন্যপ্রকাশের মালিক মাজহারুল ইসলামের ভ্রমণকাহিনি বজ্র ড্রাগনের দেশে সিকি শতাব্দীর মোড়ক উন্মোচিত হলো সন্ধ্যায়। প্রকাশক–কবি তারিক সুজাত এবং মাজহারুল ইসলাম প্রায় একই কথা বললেন মেলা নিয়ে। মানহীন বইয়ে মেলা ভরে গেছে। নীতিমালা মানা হচ্ছে না। প্রকাশকদের নয়, যেন বিক্রেতাদের মেলায় পরিণত হচ্ছে দিন দিন। তা ছাড়া এবার মেলার পরিসরও অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের পক্ষে পুরো মেলা ঘুরে বই বাছাই করা কঠিন হয়ে যাচ্ছে।

এবার মেলার সৌন্দর্য বাড়লেও গড়পড়তা বিক্রি কম বলেই জানালেন প্রকাশকেরা। মাওলা ব্রাদার্সের মালিক আহমেদ মাহমুদুল হক বললেন, পয়লা ফাল্গুন থেকে বিক্রির পরিমাণ বেড়েছে, তবে সার্বিকভাবে এবার বিক্রি কম। অভিযোগ করলেন, অনেক স্টলেই নীতিমালা বহির্ভূতভাবে বিদেশি বই বিক্রি হচ্ছে। মাওলা থেকে সৌরভ শিকদারের গল্পগ্রন্থ ভূমিকম্পের ডাক, মশিউল আলমের গল্পগ্রন্থ দুধ, মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধবিষয়ক ৬ দফা: স্বাধীনতার অভিযাত্রায় বঙ্গবন্ধুবইগুলো নতুন এসেছে।

প্রথমার স্টলে গতকালও ছিল উপচে পড়া ভিড়। আনিসুল হকের নতুন উপন্যাস এখানে থেমো না, মাসরুর আরেফিনের আলথুসার ভালো চলেছে।

নীতিমালা লঙ্ঘনের ক্রমাগত অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমির টাস্কফোর্স গতকাল মেলায় অভিযান চালিয়েছে। তারা ২৩টি প্রকাশনা সংস্থাকে সতর্ক করে চিঠি দিয়েছে। চিঠির জবাব পাওয়ার পর এসব প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে একাডেমি জানিয়েছে। একাডেমির তথ্যকেন্দ্রের দেওয়া তালিকায় গতকাল নতুন বইয়ের নাম ছিল ১৫৬টি। এর মধ্যে মুক্তধারা নিউইয়র্ক থেকে এসেছে আদনান সৈয়দের গবেষণা শিপ জাম্পার: বাঙালির আমেরিকা যাত্রা। একাডেমির মাঠে এবার নিয়ে তৃতীয়বার স্টল দিয়েছে মুক্তধারা নিউইয়র্ক। প্রকাশক বিশ্বজিৎ সাহা জানালেন প্রবাসী লেখকদের বই তাঁরা প্রকাশ করছেন। এবার ৯টি নতুন বইসহ প্রবাসী লেখকদের মোটি ৪২টি বই তাঁরা প্রকাশ করেছেন। নতুন বইগুলোর মধ্যে আরও ছিল পাঞ্জেরী থেকে সংগীতা ইমামের শিশুতোষ গল্পগ্রন্থ স্পর্শের রকমফের ও তুলতুলের সারা দিন, ইত্যাদি থেকে কৃতী বাঙালির জীবনী বিকুল চক্রবর্তীর কর্মে আলোকিত মানুষেরা।    

এ ছাড়া প্রথমা প্রকাশন এনেছে নির্মলেন্দু গুণের চুমুর নূপুর, মোহাম্মদ রফিকের পিরিতে বসাবো বসত। ইউপিএল এনেছে হাসান আল জায়েদ ও রায়হান রহমান অনূদিত ইয়ান অ্যালমডের নীরদ সি চৌধুরীর মন। সংবেদ এনেছে প্রশান্ত ত্রিপুরার ঔপনিবেশিকতার ছায়ায় বাংলাদেশ। অনন্যা মেলায় এনেছে খন্দকার মাহমুদুল হাসানের  ইতিহাসের সত্য গল্প, জার্নিম্যান থেকে এসেছে কবি তারিক সুজাতের কাব্যগ্রন্থ, রফিকুন্নবী চিত্রিত সুরের পথে একলা হাঁটি, পাঠক সমাবেশ থেকে বেরিয়েছে কিযী তাহনিনের আছে এবং নাই গল্পগ্রন্থ। মেলার আর দুটো দিনই বাকি। গ্রন্থানুরাগীদের সমাগমে ভরে উঠবে প্রাঙ্গণ।