মোহাম্মদপুরে ভাঙারি দোকানে বিস্ফোরণ, সাতজন দগ্ধ

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে একটি ভাঙারি দোকানে প্রসাধনীর খালি বোতলসহ পুরোনো মালামাল যন্ত্র দিয়ে চূর্ণ-বিচূর্ণ করার সময় বিস্ফোরণে আগুন ধরে গেলে দোকানটির মালিকসহ সাতজন কর্মচারী দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। চিকিৎসকেরা বলেছেন, তাঁদের অবস্থা গুরুতর।

দগ্ধ ব্যক্তিরা হলেন ভাঙারি দোকানের মালিক আবদুল আলিম (৫০), তাঁর কর্মচারী মোহাম্মদ ফারুক (৩৭), সাইদুল ইসলাম (৩২), আমির উদ্দিন (৪৫), পাশের দোকানের কর্মচারী মো. রাসেল (২৬), সুরুজ মোল্লা (২৫) ও মোহাম্মদ কাইয়ুম (৪০)।

দগ্ধ দোকানমালিক আবদুল আলিমের ভগ্নিপতি আবুল কাশেম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বেলা দুইটার দিকে ভাঙারি দোকানে প্রেশার মেশিন দিয়ে রোল করার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ওই দোকানের চারজন কর্মী দগ্ধ হন। আগুন পাশের ভাঙারি দোকানে ছড়িয়ে পড়লে, সেখানকার আরও তিন শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিদের তত্ত্বাবধান করা চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, সাতজনের মুখমণ্ডল, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে। তাঁদের মধ্যে আবদুল আলিমের অবস্থা সংকটাপন্ন।