মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশ বলছে, রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের অ্যাপস ব্যবহার না করে যাত্রী তোলায় মোটরসাইকেল ছিনতাইয়ের এ ঘটনা ঘটেছে। এভাবে অ্যাপস ব্যবহার না করে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে যাত্রী বহন করলে চালক ও যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রাজধানীর মিন্টো রোডে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুম মোল্লা ও মো. ইমরান।

এ কে এম হাফিজ আক্তার বলেন, গত ২১ আগস্ট দুপুরে তুরাগ থানার ১৫ নম্বরে সেক্টরের ৫ নম্বর সেতুসংলগ্ন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গলিতে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা চালককে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। অ্যাপ ছাড়াই যাত্রী পরিবহন করছিলেন ওই মোটরসাইকেলের চালক। যাত্রীবেশে ওঠা ওই ছিনতাইকারী মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য ৫ নম্বর সেতুর কাছে চালককে নিয়ে যায়। সেখানে ছিনতাইকারীদের দল ওত পেতে ছিল।

এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়। মামলাটির ছায়া তদন্ত করছে ডিবি। গত মঙ্গলবার রামপুরা থেকে ইমরান এবং বুধবার বাগেরহাট থেকে মাসুম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মোটরসাইকেল ছিনতাইয়ের কথা স্বীকার করেন।
ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হাফিজ আক্তার বলেন, যখন কোনো যাত্রী রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের মোটরসাইকেলে ওঠেন, তখন পুলিশ জিজ্ঞাসা করে না যে কে কীভাবে মোটরসাইকেলে উঠেছে। দুর্ঘটনা ঘটলেই পুলিশ জানতে পারে। অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।