ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, পড়ে গিয়ে নারীর মৃত্যু

রাজধানীর কমলাপুরে আজ বুধবার সকালে ছিনতাইকারীর হাতে সুনিতা রানী দাস (৫০) নামের এক নারী মৃত্যু হয়েছে। তিনি পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত আজ দুপুরে প্রথম আলোকে ঘটনাটি নিশ্চিত করেছেন।

সুনিতা রানী দাস

নিহত সুনিতার ছেলে সুমন চন্দ্র দাস হাসপাতালে সাংবাদিকদের বলেন, আজ সকাল ছয়টার দিকে সুনিতা তাঁর বড় বোনের ছেলে সুজিতকে সঙ্গে নিয়ে রিকশায় মুগদা এলাকার বৌদ্ধমন্দিরে যাচ্ছিলেন। কমলাপুর বাস ডিপোর কাছে ছিনতাইকারীরা চলন্ত রিকশা থেকে সুনিতার ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ সময় রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

সুমন জানান, সুনিতাকে আহত অবস্থায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি সপরিবারে মুগদার গোপীবাগ ঋষিপাড়ায় থাকতেন। তাঁর স্বামীর নাম সুজন চন্দ্র দাস। এই দম্পতির তিন সন্তান আছে।