রাজধানীতে পাঁচ শতাধিক চোরাই মুঠোফোনসহ আটক ৮

ছিনতাই করা মুঠোফোন সংগ্রহ করে ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে মানুষের কাছে বিক্রি করছিল এই চক্রছবি: সংগৃহীত

রাজধানীর শনির আখড়া এলাকা থেকে সংঘবদ্ধ মুঠোফোন চোর চক্রের আট সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই ও ছিনতাই করা ৫১৩টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার র‌্যাব-৩–এর (গণমাধ্যম ও অভিযান) সহকারী পুলিশ সুপার ফারজানা হক এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাই করা মুঠোফোন সংগ্রহ করে ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে মানুষের কাছে বিক্রি করে আসছিল চক্রটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. মুছা (৩৫), মো. ইমদাদ শেখ (৪৫), মো. আবদুর রাজ্জাক (৩৫), মো. হাসান (৩০), মো. রনি ওরফে রহিম (২২), মো. বাহার আহম্মেদ (৫০), মো. নুরুল আমিন (৪০) ও মো. আবুল হাসেম (৫৫)।

ফারজানা হক বলেন, দীর্ঘদিন ধরে এই চক্র চোরাই ও ছিনতাই করা মুঠোফোন বেচাকেনা করে আসছিল। কখনো কখনো এসব চোরাই মুঠোফোন দিয়ে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করত। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।