রাজধানীর আরমানীটোলায় আবাসিক ভবনে আগুন

আগুন নেভানোর তৎপরতা ফায়ার সার্ভিসের কর্মীদের
ছবি: সময় টেলিভিশনের সৌজন্যে

রাজধানীর আরমানীটোলায় একটি ছয়তলা আবাসিক ভবনের নিচতলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত মাহফুজ রিবেন বলেন , ভোর তিনটা ১৮ মিনিটে ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার পর পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ভবনের নিচতলা। ধীরে ধীরে ধোঁয়া উঠতে থাকে ওপরের দিকে। আগুনের বিষয়টি টের পেয়ে ওপরে থাকা মানুষজন বের হয়ে আসার চেষ্টা করে। কিন্তু ধোঁয়ার কারণে তারা বের হতে পারেননি। কেউ কেউ ভবনের ওপরের দিকে যেতে থাকে। বিভিন্ন ফ্লোরে আটকে থাকা লোকজন চিৎকার করতে থাকেন । ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। ভোর পৌনে ৫টা পর্যন্ত বিভিন্ন ফ্লোর থেকে অন্তত ১৩/১৪জনকে ক্রেন ব্যবহার করে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা বারান্দা ও জানালার গ্রিল কেটে বাসিন্দাদের উদ্ধার করছেন।

ওই ভবনের পাশের একটি ভবনের একজন বাসিন্দা অভিযোগ করেন, ওই ভবনের নিচে রাসায়নিকের গুদাম রয়েছে। তাঁর দাবি, আশপাশের প্রায় সব ভবনেই এ ধরনের গুদাম রয়েছে।