রাজধানীর নতুনবাজার বস্তিতে আগুন

আগুনে সব হারিয়ে রানু বেগম(বাঁয়ে) ও স্বজনের কান্নাছবি: জাহিদুল করিম, অক্টোবর ৩০, ঢাকা।

রাজধানীর কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে আগুন লেগেছে। আজ শুক্রবার দিবাগত রাত ১০টা ৩ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন। তিনি প্রথম আলোকে বলেন, নতুনবাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে তাদের ১৩টি ইউনিট কাজ করছে।

রাজধানীর নতুনবাজার বস্তিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দারা
ছবি: জাহিদুল করিম, অক্টোবর ৩০, ঢাকা।

আগুনের সূত্রপাত কীভাবে সে ব্যাপারে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নতুনবাজার বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বস্তির কিছু ঘর আগুনে পুড়ে গেছে।

এসআই বজলার রহমান জানান, নতুন বাজার বস্তিতে দুই হাজারের বেশি পরিবার বসবাস করেন।
রানু বেগম নতুন বাজার বস্তিতে বসবাস করেন। আগুনে তাঁর ঘর পুড়ে ছাই। তিনি প্রথম আলোকে বলেন, আমার ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে পাসপোর্ট, নগদ টাকা।