রামপুরা, মতিঝিলে ভেজাল মদের কারখানার মালিকসহ গ্রেপ্তার ৩

হাতকড়া
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা ও মতিঝিলে অভিযান চালিয়ে ভেজাল মদ তৈরির কারখানার মালিকসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রামপুরার একটি বাসায় ভেজাল মদ তৈরির কারখানার সন্ধান পাওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—কারখানার মালিক কাজী আশরাফুজ্জামান, তাঁর দুই সহযোগী আবুল খায়ের চৌধুরী ও হায়দার ভূঁইয়া। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪১ লিটার মদ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগরের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, একটি চক্র বাজারে ভেজাল মদ সরবরাহ করছে, এমন তথ্যের ভিত্তিতে এই চক্রের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। রামপুরার একটি বাসায় ভেজাল মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।