শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দায় ৯ সংগঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
ছবি: প্রথম আলো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা করেছে ৯ সংগঠন। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় তারা।

বিবৃতিতে নেতারা বলেন, একদিকে সরকারের পররাষ্ট্রমন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, অন্যদিকে সরকারের পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। এ ঘটনা প্রমাণ করেছে, সরকার শিক্ষার্থীদের ন্যায়সংগত আন্দোলন দমনে ফ্যাসিস্ট পথ বেছে নিয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশি হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ ও পুলিশের করা মিথ্যা মামলা বাতিলের দাবি জানানো হয় বিবৃতিতে। বিবৃতিদাতারা বলেন, শিক্ষার্থীদের ন্যায়সংগত আন্দোলন দমনে সরকারের নেওয়া পদক্ষেপে দেশের জনগণ নির্বাক দর্শক হয়ে বসে থাকবে না।

৯ সংগঠনের সমন্বয়ক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসিরুদ্দিন আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সারওয়ার মোর্শেদ, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান, বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত ও কমিউনিস্ট ইউনিয়ন আহ্বায়ক ইমাম গাজ্জালী এক যৌথ বিবৃতি দেন। তাঁরা অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।