শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে এসটিএস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

ছাত্রাবাসের সামনে এসটিএস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা, বটতলা, নিউমার্কেট, ঢাকা, ২২ জুলাই
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বর্জ্য স্থানান্তর কেন্দ্র তথা এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এসটিএস নির্মাণ বন্ধ করে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্মুক্ত আর্ট গ্যালারি স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।

শিল্পচর্চার জন্য যে পরিবেশ দরকার, এখনো সেটি নেই। এসটিএস নির্মিত হলে শিক্ষার্থীদের ছাত্রাবাসে থাকাটাই কঠিন হয়ে যাবে।

আজ মঙ্গলবার দুপুরে নিউমার্কেটের বটতলা এলাকায় আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। উল্লেখ্য, ঢাবির চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ওই এলাকায় অবস্থিত শাহনেওয়াজ ছাত্রাবাসে থাকেন। এই ছাত্রবাস ঢাবির স্যার এ এফ রহমান হলের বর্ধিত অংশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলা এলাকায় নির্মাণাধীন এসটিএসের সামনে আয়োজিত মানববন্ধনে ঢাবির কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। এ সময়ে শিক্ষার্থীদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ড ছিল। এতে লেখা ছিল ‘নগরায়ণের পক্ষে আমরা, জনতা ছাড়া নগর হয় না’, ‘বিচক্ষণ নগরপিতার কাছে বিচক্ষণ দাবি, তোমার কাছে গ্যালারি চাই তোমার নগরের শিল্পী’, ‘জনতার ভিড়ে ময়লা নয়, বঙ্গবন্ধু মানে জনতার জয়’, ‘ডাস্টবিন ডাম্পিং হোক অন্যথায়, হলের পাশে গ্যালারি চাই’, ‘শিল্পহীন নগরায়ণ, অশ্রুসিক্ত জাতির বদন’ ইত্যাদি।

মানববন্ধনে চারুকলা অনুষদের শিক্ষার্থী আবদুল্লাহ আল কাফি বলেন, ‘আমরা এসটিএস নির্মাণের বিপক্ষে নয়। কিন্তু চারুকলার শিক্ষার্থীদের ছাত্রাবাসের সামনে ময়লার ভাগাড় মানানসই নয়। আমাদের শিল্পচর্চায় ব্যাঘাত ঘটবে। আমরা চাই, এসটিএসের স্থানে বঙ্গবন্ধু উন্মুক্ত আর্ট গ্যালারি স্থাপন করা হোক। এতে নিউমার্কেট এলাকায় আসা সাধারণ মানুষ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আরও বেশি জানতে পারবে।’

চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদুল্লাহ সাকিব বলেন, শাহনেওয়াজ ছাত্রাবাসে মূলত চারুকলার শিক্ষার্থীরা থাকেন। শিল্পচর্চার জন্য ভালো পরিবেশ দরকার। নিরিবিলি ও দুর্গন্ধমুক্ত পরিবেশ দরকার। এমনিতেই এই এলাকায় যানজটে স্থবির থাকে। নিউমার্কেট এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন শত শত ভ্যান, ট্রাক, মিনি ট্রাক চলাচল করে। সেখানে নতুন করে যুক্ত হবে ময়লার গাড়ি। অত্র এলাকা চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা চাই নির্মাণাধীন এসটিএসের জায়গায় বঙ্গবন্ধু উন্মুক্ত আর্ট গ্যালারি স্থাপিত হোক। বাচ্চারা যখন নিউমার্কেটে প্রবেশ করবে, তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে ধারণা পাবে। জঙ্গিবাদ প্রতিরোধেও এই আর্ট গ্যালারি ভূমিকা রাখবে।’

এ সময় গ্রাফিকস ডিজাইন বিভাগের শিক্ষার্থী এম এ আকবর বলেন, এসটিএস নির্মাণের ফলে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ও কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। এমনিতেই সরু রাস্তা, এখন আবার এসটিএস নির্মাণ হলে এই এলাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। ক্যাম্পাস থেকে হলে আসতেই তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয়। এর সঙ্গে রয়েছে নিউমার্কেট কাঁচাবাজারের দুর্গন্ধ। কিন্তু এখন নতুন করে এসটিএস নির্মাণ করা হলে এখানে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ থাকবে না। শিল্পচর্চার জন্য যে পরিবেশ দরকার, এখনো সেটি নেই। এসটিএস নির্মিত হলে শিক্ষার্থীদের ছাত্রাবাসে থাকাটাই কঠিন হয়ে যাবে।

উল্লেখ্য, শহরকে ময়লা–আবর্জনা মুক্ত করতে প্রতি ওয়ার্ডে একটি করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের লক্ষ্যে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের বর্ধিত অংশ শাহনেওয়াজ ছাত্রাবাসের পাশে এসটিএস করার উদ্যোগের বিরোধিতা শুরু থেকেই করে আসছেন শিক্ষার্থীরা।