শিক্ষার্থীদের টিফিনের টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদপোশাক

সুবিধাবঞ্চিত পথশিশুদের পোশাক বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল–সবুজ উন্নয়ন সংঘ। কার্যক্রমটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
ছবি : সংগৃহীত

তাঁরা সবাই রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে তাঁদের একত্র হওয়ার উপলক্ষ পড়াশোনা–সংশ্লিষ্ট কোনো বিষয় নয়। সুবিধাবঞ্চিত পথশিশুদের হাতে ঈদের পোশাক তুলে দিতেই জড়ো হয়েছিলেন সবাই। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে ঈদ উপহার কিনেছেন তাঁরা। কর্মসূচিটির সমন্বয় করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল–সবুজ উন্নয়ন সংঘ।

গতকাল রোববার ধানমন্ডিতে হয় সুবিধাবঞ্চিত পথশিশুদের পোশাক বিতরণ অনুষ্ঠান।

লাল–সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র কাওসার আলম বলেন, শিক্ষার্থীদের এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে পথশিশুদের মুখে একটু হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় দিনে পর্যায়ক্রমে এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দেওয়া হবে।

লাল–সবুজ উন্নয়ন সংঘ ১১ বছর ধরে এ ধরনের উদ্যোগ নিয়ে আসছে। প্রতিবছরই শিক্ষার্থীদের টিফিনের বাঁচানো টাকায় সুবিধাবঞ্চিত পথশিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ ও ঈদের নতুন পোশাকের ব্যবস্থা করে সংগঠনটি।

গতকাল রোববার বিকেলে ধানমন্ডির আবাহনী মাঠসংলগ্ন রাস্তায় পোশাক বিতরণ কার্যক্রমটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের আন্তর্জাতিক সম্পাদক আশিক রহমান, সদস্য সোহরাব উদ্দিন, ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক তুষার আহমেদ প্রমুখ।