শীতে রাজধানীতে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে ডিএমপি কমিশনারের নির্দেশনা

শীতের মৌসুমে রাজধানীতে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ডিএমপির আটটি ক্রাইম বিভাগ ও গোয়েন্দা পুলিশকে (ডিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম
ফাইল ছবি

রোববার ডিএমপির সদর দপ্তরে গত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার বলেন, ‘ডিসেম্বর-জানুয়ারিতে শীত থাকে। এ সময় ছিনতাইয় ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে। তাদের সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নিতে হবে।’

ঢাকা মহানগরীতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সকল উপপুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন কমিশনার।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, চুরি-ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছেন কমিশনার। সাধারণত শীতে এ ধরনের অপরাধ বেড়ে যায়।

ঢাকা মহানগরে অক্টোবর মাসে অস্ত্র, মাদক, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ডিএমপি পুলিশ কমিশনার। পাশাপাশি তদন্তাধীন মামলা দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, কৃষ্ণ পদ রায়, এ কে এম হাফিজ আক্তার, মো. মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।