সব অবৈধ দোকান উচ্ছেদ হবে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস
ফাইল ছবি

করপোরেশনের মালিকানাধীন মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে, পর্যায়ক্রমে সব উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘পর্যায়ক্রমে সব কটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কোনোটাই আমরা ছাড় দিচ্ছি না।’

আজ বুধবার দুপুরে কাপ্তানবাজারের আধুনিক পশু জবাইখানার চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র এসব কথা বলেন।

মেয়রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, করপোরেশনের মার্কেটগুলোতে বেজমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গা থাকার কথা থাকলেও অনেক মার্কেটে তা ভেঙে দোকান করা হয়েছে। অনেক জায়গায় মার্কেটের দোকান মালিক সমিতি এই অবৈধ দোকানগুলো প্রতিষ্ঠা করেছে। বিষয়টি আপনি কীভাবে দেখছেন? এ প্রশ্নে শেখ ফজলে নূর তাপস বলেন, তিনি উত্তরাধিকারসূত্রে অনেক জঞ্জাল পেয়েছেন। অনেক সমস্যায় জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা। পর্যায়ক্রমে সব কটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, কোনোটাই ছাড় দিচ্ছেন না। এরই মধ্যে একটি মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছেন। যতগুলো নিজস্ব মার্কেট আছে এবং সেই মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে, পর্যায়ক্রমে সব কটি উচ্ছেদ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় কাপ্তানবাজার আধুনিক জবাইখানার কাজ ধীরগতিতে চলার ব্যাপারে উষ্মা প্রকাশ করে ডিএসএসিসি মেয়র বলেন, ‘এই কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। আমি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, যাতে দ্রুত গতিতে কাজটি সম্পন্ন করা হয়। এর মাধ্যমে আমরা আধুনিক জবাইখানাটির কার্যক্রম আরম্ভ করতে পারব।’

এ সময় অন্যান্যের মধ্যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।