সমাগম বেশি, বিক্রি কম

অমর একুশে বইমেলায় এবার প্রথম দিন থেকেই লোকসমাগম হচ্ছে অনেক। গতকাল বুধবার দ্বিতীয় দিনেও বিকেল থেকে দল বেঁধে লোকজন আসতে থাকেন। অনেকেরই সাজসজ্জায় পয়লা বসন্তের রেশ। মেলার মাঠে ঘুরেফিরে, স্টলগুলোতে বইপুস্তকে চোখ বুলিয়ে স্বাধীনতাস্তম্ভের চারপাশের জলাধারের পাড়ে বসে আড্ডা জমাতেই বেশি মনোযোগী দেখা গেছে তাঁদের। ফলে যতটা লোকসমাগম, বিক্রির পরিমাণ ততটা বাড়েনি। স্টলগুলোতে ঘুরে বিক্রয় ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে বিক্রির বিষয়ে এ কথা জানা গেল। তা ছাড়া মেলার স্টলের নির্মাণকাজ, মাঠের আবর্জনা সরানো, পায়ে চলার পথ তৈরির কাজগুলোও শেষ হয়নি। ফলে চলাচল করতে বেশ অসুবিধা হচ্ছে।

মেলার পরিস্থিতি সম্পর্কে আগামী প্রকাশনীর স্টলে কথা হলো বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সাবেক সভাপতি ওসমান গনির সঙ্গে। তিনি বললেন, অমর একুশে বইমেলা প্রতিবছর হবেই। এটা মাথায় রেখে মেলা নিয়ে একটি বিশদ পরিকল্পনা দরকার। কারণ, প্রতিবছর শেষ সময়ে এসে তাড়াহুড়া করে এমনভাবে মেলার আয়োজন করা হয়, যাতে কোনো ভালো কিছু হয় না। যেভাবে স্পন্সর নেওয়া হয়, সেই প্রক্রিয়াও স্বচ্ছ নয়। তারা কী করে তা জানা স্পষ্ট নয়। এখনো মেলার মাঠে চলার পথ তৈরি হয়নি। অনেক কাজ বাকি। তা ছাড়া পেশাদার ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে যদি প্রতিবছর কিছু ভুঁইফোড় প্রতিষ্ঠানের সঙ্গে একই কাতারে ফেলে লটারিতে অংশ নিতে হয়, তবে শোভনীয় হয় না। মেলা নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করা দরকার। তাদের পরামর্শে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে মেলার স্থাপনা, ব্যবস্থাপনা, স্পন্সর, প্রকাশনার মানসহ সার্বিক বিষয়ে পরিকল্পনা থাকা এখন সময়ের দাবি।

এদিকে মেলাকেন্দ্রিক একাডেমির অন্যান্য কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। এর মধ্যে ছিল মূলমঞ্চে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোড়ক উন্মোচন, লেখক বলছি মঞ্চে লেখকদের কথোপকথন ইত্যাদি। নতুন বইয়ের তালিকাও জমা হচ্ছে তথ্যকেন্দ্রে। গতকাল এখানে ১৮টি নতুন বইয়ের নাম এসেছে। উল্লেখযোগ্য নতুন বইয়ের মধ্যে ছিল ঐতিহ্য থেকে হেকিম হাবিবুর রহমানের আসুদেগানে ঢাকা। অনুবাদ আবুল কাজমী, সম্পাদনা ড. মোমতাজ উদ্দিন আহাম্মদ। এ ঐতিহাসিক বইটি এল বহুদিন পরে নতুনভাবে সম্পাদিত হয়ে। এতে ঢাকায় মোগল যুগের ইতিহাসখ্যাত ব্যক্তিদের মধ্যে যাঁরা যেখানে চিরনিদ্রায় শায়িত, তার বিস্তারিত তথ্যনিষ্ঠ বিবরণ রয়েছে। আগামী থেকে এসেছে আসাদুজ্জামান আসাদের গবেষণা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস, ড. বদিউল আলম মজুমদারের প্রবন্ধ রাজনীতি অপরাজনীতি ও জঙ্গিবাদ। অবসর থেকে এসেছে গোলাম মুরশিদের বিদ্যাসাগরের দু শো বছর। প্রথমার স্টলে গতকাল আকবর আলি খানের আত্মজীবনী পুরানো সেই দিনের কথা ভালো বিক্রি হয়েছে। নতুন এসেছে ফারসীম মান্নান মোহাম্মদীর বিজ্ঞানবিষয়ক গ্রন্থ এলিয়েনের সন্ধানে, রায়হান রাইনের কথাপুষ্প: প্রজ্ঞাবানদের বলা গল্প, সময় থেকে এসেছে মোহিত কামালের উপন্যাস কাছের তুমি দূরের তুমি