সম্রাটের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

শুক্রবার ভোরে রাজধানীর পল্টনের একটি বাসা থেকে মেহেদী আলম ও যুবরাজ খান নামের ওই দুজনকে গ্রেপ্তার করা হয়
ছবি: সংগৃহীত

ক্যাসিনো-কাণ্ডে অভিযুক্ত হয়ে কারাগারে থাকা ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী মেহেদী আলমসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার ভোরে রাজধানীর পল্টনের একটি বাসা থেকে মেহেদী আলম ও যুবরাজ খান নামের ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও আশপাশ এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, ৩০০টি ইয়াবা বড়ি ও দুটি প্রেস আইডি কার্ড জব্দ করা হয়।

র‌্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, গ্রেপ্তার দুজনের ভাষ্য, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এসব অস্ত্র তাঁরা ব্যবহার করতেন। মেহেদীর সহযোগীরা অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। পাশাপাশি সাধারণ মানুষকে নির্যাতন ও হয়রানি করতেন।
র‌্যাব জানায়, মেহেদীর কাছ থেকে দুটি প্রেস আইডি কার্ড পাওয়া যায়। সাধারণ মানুষকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করতে নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন।