সময় এখন বই কেনার

মেলায় এসেছিলেন, তাঁরা নতুন-পুরোনো বই যাচাই-বাছাই করে কেনাকাটার প্রতিই আগ্রহী ছিলেন
ছবি: খালেদ সরকার

একুশের উচ্ছ্বাসের পর মঙ্গলবার বইমেলার পরিবেশ ছিল অনেকটা নিরিবিলি। বেলা দুইটায় মেলা খুললেও লোকসমাগম হয় বিকেল থেকে। যাঁরা এসেছিলেন, তাঁরা নতুন–পুরোনো বই যাচাই–বাছাই করে কেনাকাটার প্রতিই আগ্রহী ছিলেন। স্টলগুলোর সামনে গাদাগাদি ভিড় না থাকায় সময় নিয়ে বই বাছাই করতে পেরেছেন ক্রেতারা। এখন সব স্টলেই প্রকাশকেরা তাঁদের অধিকাংশ নতুন বই নিয়ে এসেছেন। ফলে মেলায় এখন বই কেনার জন্য চমৎকার পরিবেশ।

উত্তরার আজমপুর থেকে এসেছিলেন বায়িং হাউসের কর্মকর্তা ইকরামুল হক খন্দকার ও তাবাসসুম খন্দকার দম্পতি। পোশাকে সাদা-কালোর একুশের ঐতিহ্য। বললেন, একুশের দিনের প্রচণ্ড ভিড়ের মধ্যে যাচাই–বাছাই করে বই কেনা যাবে না, এটা ভেবেই সেদিন আসেননি। মঙ্গলবার এসেছেন মূলত বই কেনার লক্ষ্য নিয়েই। ইকরামুলের পছন্দ প্রবন্ধ ও মুক্তিযুদ্ধবিষয়ক বই। তাঁর স্ত্রী অবশ্য কিনবেন রান্নার বই আর হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস।

কথা ও কবিতা: মেলার সোহরাওয়ার্দী উদ্যানের ‘লেখক বলছি’ মঞ্চে মঙ্গলবার নিজেদের লেখালেখি নিয়ে বলেন ফারুক মঈনুদ্দীন ও আমিনুল ইসলাম ভুঁইয়া। বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাষাশহীদ মুক্তমঞ্চে কবিতা পাঠ করেন ২৫ জন কবি। সভাপতিত্ব করেন কবি ফারুক মাহমুদ।

নতুন বই: মঙ্গলবার মেলায় তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম জমা পড়েছে ৭৩টি। প্রথমা থেকে নতুন এসেছে জ্যোতির্বিজ্ঞানবিষয়ক বই অ্যাস্ট্রোফিজিকস সহজ পাঠ, অ্যাস্ট্রোফিজিকস ফর ইয়াং পিপল ইন আ হারি। নীল ডিগ্র্যাস টাইসনের লেখা এই বই অনুবাদ করেছেন আবুল বাসার। প্রথমার স্টলের বিক্রয় প্রতিনিধিরা জানান, মেলায় লোকসমাগম কম হলেও বিক্রি ভালো হচ্ছে। মঙ্গলবার মুহাম্মদ হাবিবুর রহমানের সরল বঙ্গানুবাদ: কোরান শরিফ, ইবনে ইসহাকের সিরাতে রাসুলুল্লাহ (সা.), আলী রিয়াজের প্রবন্ধ ভয়ের সংস্কৃতি, আসিফ নজরুলের উপন্যাস দোষ এই বইগুলো বেশি চলেছে।

নতুন উল্লেখযোগ্য বইয়ের মধ্যে অনিন্দ্য এনেছে আহমদ রফিকের প্রবন্ধ রবীন্দ্রনাথ হিন্দু-মুসলমান সম্পর্ক ও কাব্যে আধুনিকতা। অনুপম এনেছে আনিসুল হকের রম্যরচনা রাতের রাজাদের হরর গল্প, ড. বিশ্বজিৎ রায়ের প্রবন্ধ বাউল গানে বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা, অবসর এনেছে মৌরী তানিয়ার উপন্যাস তিয়াস, শ্রাবণ এনেছে রবীন আহসানের কবিতা এই খুনের শহরে একদিন বৃষ্টি হবে, বেহুলা বাংলা এনেছে মতিন রায়হানের কবিতা উড়ে যায় বসন্তের পাখি, আগামী এনেছে ড. মেজবাহ কামাল সম্পাদিত একাত্তরের শহীদ বুদ্ধিজীবী: মুক্তিযুদ্ধের চেতনা নির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাতিঘর এনেছে মুহম্মদ এনামুল হক ও আবদুল করিম সাহিত্যবিশারদের আরাকান-রাজসভায় বাঙ্গালা সাহিত্য, মহিউদ্দিন আহমদের গবেষণা আল-কায়দার খোঁজে, সময় এনেছে আমিনুল ইসলাম অনূদিত বার্ট্রান্ড রাসেলের আমার বিশ্বাস এবং মনের কথা।

৫০ প্রবন্ধ: শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীর নির্বাচিত ৫০ প্রবন্ধের এই সংকলন এবারের বইমেলায় এনেছে অনন্যা। বিচিত্র বিষয়ে তিনি লিখেছেন দীর্ঘকাল থেকে।

সেখান থেকে প্রতিনিধিত্বমূলক প্রবন্ধগুলো এবার দুই মলাটের ভেতরে তুলে আনা হয়েছে পাঠকদের জন্য। এ প্রসঙ্গে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন ‘এককথায় বলতে গেলে আমার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সংস্কৃতি। তবে সংস্কৃতির সঙ্গে স্বভাবতই সাহিত্য আসে; থাকে রাজনীতি, অর্থনীতি এবং অবশ্যই ইতিহাস। সেসব এই সংকলনে আছে।’ এই প্রবন্ধগুলো তাঁর বিভিন্ন সময়ে লেখা। তবে বিষয়ে বৈচিত্র্য রয়েছে। কিন্তু তার মধ্যেই একটি অঙ্গীকারে ঐক্য আছে। লেখকের ভাষায় ‘অঙ্গীকারটা সমাজ পরিবর্তনের’।