সাকরাইনে মাতোয়ারা পুরান ঢাকা

পৌষের শেষ দিন ছিল গতকাল বুধবার। পুরান ঢাকার বাসিন্দাদের জন্য এটি সাকরাইন উৎসব। দিনটি ঘুড়ি উৎসব হিসেবেও বেশি পরিচিত এখানে। দিনভর চলে ঘুড়ি ওড়ানো আর কাটাকাটির খেলা। সঙ্গে নাচ-গান আর শীতের পিঠাপুলি খাওয়া। আর সন্ধ্যায় শুরু হয় আতশবাজি, ফানুস উড়ানো আর কেরোসিন মুখে আগুনের হলকা ছোড়ার কসরত। সব মিলে উৎসবে যেন হারিয়ে গেছে করোনার আতঙ্ক। ছবিগুলো তুলেছেন দীপু মালাকার

১ / ৮
মেয়ের বায়না রাখতে মা বেলনাতে পেঁচিয়েছে সুতা
২ / ৮
প্রতিবেশীর সাহায্যে ঘুড়ি উড়ানোর চেষ্টা
৩ / ৮
পরিবারের সবাই মিলে শামিল হয় উৎসবে
৪ / ৮
ছাদে ছাদে কিশোর-তরুণেরা সদলবলে এ উৎসবে মিলিত হয়
৫ / ৮
পুরান ঢাকার আকাশে এ যেন ঘুড়ির মেলা
৬ / ৮
সন্ধ্যা নামতেই শুরু হয় মুখে কেরোসিন নিয়ে আগুনের খেলা
৭ / ৮
ছাদে ছাদে লেজার শো
৮ / ৮
আতশবাজির আলোকছটায় রঙিন হয় পুরো এলাকা