সাত দফা দাবি দিয়ে তিন দিনের জন্য উত্তরায় বিক্ষোভ স্থগিত

ধর্ষকের বিচার দাবিতে আজ বুধবারও উত্তরায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা
ছবি: তানভীর আহম্মেদ

ধর্ষণকারীর বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় ধর্ষণের বিচারের দাবিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর ব্যাপারে তিন দিনের মধ্যে কোনো ধরনের সমাধান না এলে আগামী রোববার থেকে পুনরায় রাস্তায় নামার ঘোষণা দেন তাঁরা।

শিক্ষার্থীদের দেওয়া দাবিগুলোর মধ্যে রয়েছে, ধর্ষণ আইন পুনর্বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা, ধর্ষণজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও ৩০ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন, ধর্ষণের শিকার ভুক্তভোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, জেলায় জেলায় ধর্ষণ প্রতিরোধে পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন করা, নির্জন রাস্তায় সচল সিসিটিভি স্থাপন, আগের সব ধর্ষণ মামলার রায় ছয় মাসের মধ্যে সম্পন্ন করা ও দলীয় মদদে কোনো ধর্ষণের ঘটনাকে বা কোনো অপরাধকে প্রশ্রয় দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া।

বেলা দুইটার দিকে বিক্ষোভে নেতৃত্বদানকারীদের একজন লাবিব মুহান্নাদ বলেন, দাবিগুলো উত্তরা জোনের ডিসি, স্থানীয় কাউন্সিলরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে। তাঁরা দাবিগুলোর ব্যাপারে আশ্বস্ত করায় আগামী তিন দিন কর্মসূচি বন্ধ থাকবে। এর ভেতরে কোনো সমাধান না হলে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো সাড়া না পাওয়া গেলে রোববার থেকে পুনরায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

ধর্ষকের বিচার দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: তানভীর আহম্মেদ

পূর্বঘোষণা অনুযায়ী, আজ সকাল থেকেই শিক্ষার্থীরা দলে দলে আসতে থাকেন উত্তরায় বিএনএস সেন্টারের সামনে। ধর্ষণের বিচার দাবিতে বেলা ১১টার দিকে তাঁরা বিএনএস সেন্টারের সামনে প্রথমে মানববন্ধন করেন। পরে সেখানে মানববন্ধনটি বিক্ষোভে রূপ নেয়। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা দুপুর ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বেলা দুইটার দিকে আরেকটি বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আপাতত তাঁদের কর্মসূচি শেষ করেন। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন কলেজ, উত্তরা হাইস্কুল, নবাব হাবিবুল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও এই কর্মসূচিতে আছেন।

আরও পড়ুন