সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সাততলা বস্তিতে সোমবার রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে। ঢাকা, ২৪ নভেম্বরছবি: জাহিদুল করিম

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ৪০ থেকে ৬০টি ঘর পুড়ে যায়।

সোমবার রাত পৌনে ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ১ টার দিকে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অংশ নেয়।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

রাজধানীর সাততলা বস্তিতে সোমবার রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে। ঢাকা, ২৪ নভেম্বর
ছবি: জাহিদুল করিম

ঘটনাস্থলে রাত ১ টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, আগুন লাগার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে।

রাজধানীর সাততলা বস্তিতে সোমবার রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে। ঢাকা, ২৪ নভেম্বর
ছবি: জাহিদুল করিম

তাঁর ধারণা ভস্মীভূত ঘরের সংখ্যা ৪০ থেকে ৬০টির মধ্যে সীমাবদ্ধ থাকার কথা।

জিল্লুর রহমান সাংবাদিকদের আরও বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১ টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে সরু পথ ও পানির উৎসের অপ্রতুলতার কারণে তাদের বেগ পেতে হয়েছে।

রাজধানীর সাততলা বস্তিতে সোমবার রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে। ঢাকা, ২৪ নভেম্বর
ছবি: জাহিদুল করিম

ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে বস্তিবাসী, সাধারণ জনগণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবী দল অংশ নেন।