সাহিনুদ্দিন হত্যা মামলার আসামি কিবরিয়া গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে আলোচিত সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গোলাম কিবরিয়া খান ওরফে কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। এই হত্যা মামলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হলো। এই মামলার আসামি সাবেক সাংসদ এমএ আউয়াল কারাগারে আছেন।

ডিএমপির মিরপুর গোয়েন্দা বিভাগের উপকমিশনার মানস কুমার পোদ্দার আজ বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার কিবরিয়াকে আজ সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। ২৫ আগস্ট শুনানির দিন ধার্য রেখে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিরা এখন কারাগারে আছেন।

সাহিনুদ্দিনকে ১৬ মে তাঁর সাত বছর বয়সী ছেলের সামনে কুপিয়ে খুন করা হয়। র‍্যাব বলছে, খুনিদের একজন ঘটনার পর সাবেক সাংসদ আউয়ালকে ফোন করে বলেছিলেন, ‘স্যার, ফিনিশ’। এরপর আউয়ালকে গ্রেপ্তার করে র‍্যাব।

পল্লবীর আলী নগরে নিজের প্রতিষ্ঠানের আবাসন প্রকল্পের জমি দখল নির্বিঘ্ন রাখতেই আউয়াল সহযোগীদের দিয়ে সাহিনুদ্দিনকে খুন করান বলে অভিযোগ উঠে।

সাহিনুদ্দিন খুনের মামলার এখন পর্যন্ত ডিবি ও র‍্যাবের সঙ্গে দুজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।