সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম
ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে মনোনীত করেছেন। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক স্মারকে এই তথ্য জানা গেছে।

৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ওই স্মারকের তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করায় কমিটির চেয়ারম্যানের শূন্য পদে দেশের প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দিয়েছেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে ২০১৫ সালের মার্চ থেকে দায়িত্ব পালন করে আসছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। গত ৯ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এ অবস্থায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান মনোনীত করলেন প্রধান বিচারপতি।

১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর নোয়াখালীর সেনবাগের কাবিলপুর গ্রামে জন্মগ্রহণ করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

শিক্ষাজীবন শেষে ১৯৮৬ সালের ৩১ অক্টোবর তিনি ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে আইন পেশায় যোগ দেন। ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে তাঁকে স্থায়ী করা হয়। ২০১২ সালের ২৯ আগস্ট থেকে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।