সৌদিপ্রবাসীরা আজও টিকিটের অপেক্ষায়

ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনসে ও  মতিঝিলে বিমানের কার্যালয়ের সামনে আজ শুক্রবারও সৌদিপ্রবাসী টিকিট প্রত্যাশীদের ভিড় জমেছে। ভোগান্তি ছাড়াই টিকিট পাচ্ছেন বলে জানিয়েছেন কয়েকজন সৌদি প্রবাসী।

সকাল ১০ টা থেকে বিমানসংস্থার কাউন্টার থেকে টিকিট দেওয়া শুরু হয়। ৫ থেকে ৮ এপ্রিল পর্যন্ত যাদের ফিরতি টিকিট ছিল তাদের টিকিট রিইস্যু করা হয়। তবে চারদিনের টিকিট রিইস্যু করায় লাইনে প্রচুর ভিড় দেখা যায়।

আব্দুল মান্নান নামে এক ব্যক্তি টিকিট নিয়ে বেরিয়ে এসে জানান, তাঁর ভিসার মেয়াদ ১৩ অক্টোবর শেষ হবে। তিনি ৫ তারিখের টিকিট পেয়েছেন। কোনো ঝামেলা হয়নি। এখন তিনি করোনার পরীক্ষার সনদ নেবেন।

কারওয়ানবাজারে সৌদি এয়ারলাইনস থেকে টিকিট হাতে বেরিয়ে মো. সোবহান বলেন, আমার ফ্লাইট ১৫ তারিখে। এ মাসের ২৩ তারিখ পর্যন্ত ভিসা ছিল। আজ টিকিট পেয়েছেন। টিকিট পেতে কোনো সমস্যা হয়নি।

যাদের ভিসার মেয়াদ আছে কেবল তাদেরকেই টিকিট দেওয়া হচ্ছে বলে জানান সৌদিপ্রবাসীরা।

বেশ কিছুদিন থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন সৌদিপ্রবাসীরা। সচিবালয়ের সামনে, পররাষ্ট্রমন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, ঢাকায় সৌদি দূতাবাসের সামনেও বিক্ষোভ করেছেন তাঁরা। পররাষ্ট্র ও প্রবাসীমন্ত্রণালয়ে তাঁদের ৭ দফা দাবিও জানিয়েছেন প্রবাসীকর্মীরা। তাঁদের অন্যতম দাবি, স্বয়ংক্রিয়ভাবে ছুটির মেয়াদ তিন মাস বাড়ানো।