স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

প্রতীকী ছবি

রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুরে ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম ফাতেমা আক্তার (৩৫)। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে ফাতেমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁর স্বামী রাসেল। রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ফাতেমা আক্তারের আরেকটি বিয়ে হয়েছিল। তাঁর দুটি ছেলেমেয়ে রয়েছে। কয়েক মাস আগে প্রথম স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয় তাঁর। মাস দুয়েক আগে রাসেল নামের ওই রিকশাচালককে বিয়ে করেন তিনি।

ওসি হাফিজুর রহমান বলেন, ফাতেমা ওই এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সকালে কাজে গিয়েছিলেন তিনি। তখন ওই বাসায় গিয়ে রাসেল তাঁকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

পুলিশ জানায়, ফাতেমা আক্তারের গ্রামের বাড়ি বরিশালে। আর রাসেলের বাড়ি নেত্রকোনায়। তবে তাঁদের বিস্তারিত ঠিকানা এখনো জানা যায়নি। ঘটনার পর ফাতেমার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে থানায় হত্যা মামলা করা হবে।