‘স্বীকার করছেন, ধর্ষণ-নিপীড়নে আপনাদের মদদ রয়েছে’

ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

ধর্ষণ, লুণ্ঠন, নিপীড়নে দায় স্বীকার করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্য ‘সরকার ক্ষমতায়, কী করে দায় এড়াবে?’ উল্লেখ করে তাঁর উদ্দেশে বলেন, ‘তাহলে আপনারা স্বীকার করে নিয়েছেন এই ধর্ষণ, লুণ্ঠন ও নিপীড়নের পেছনে আপনাদের মদদ রয়েছে। তাই এই সমাবেশ থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি অবিলম্বে পদত্যাগ করুন।  নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দিকে যান।

যদি না যান, জনগণ জেগে উঠছে। আপনাদের চলে যেতে বাধ্য করবে।’

আরও পড়ুন

আজ বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষমতাসীনদের হাতে বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন এবং গণধর্ষণের প্রতিবাদে বিএনপির এক মানববন্ধন কর্মসূচিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে।

বিএনপির নেতা ফখরুল বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। আজকে সবচেয়ে অসহায় আছেন আমাদের মা-বোনেরা। তাঁদের কোনো নিরাপত্তা নেই। আজকে এই অবস্থা কেন? কারণ এই সরকার জনগণের পথে নির্বাচিত না। রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় বসে আছে।’

বিএনপির মহাসচিব নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা যারা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করি। তারাই পারবে জাতির এসব সমস্যার সমাধান করতে।’ জনগণের ক্ষমতায় যারা বিশ্বাস করে, তাদের ঐক্যবদ্ধ হতে তিনি আহ্বান জানান। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের সরকার করতে হবে। তিনি আরও বলেন, ‘আমাদের দলের প্রধান এই আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে আজ গৃহবন্দী।’

মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও খায়রুল কবির বক্তব্য দেন।