স্বীকারোক্তি দিলেন আমির হামজা

মুফতি আমির হামজা
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মুফতি আমির হামজা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোর্দেশ আল মামুন আাসমি মুফতি আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আমির হামজাকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁর জবানবন্দি রেকর্ড করার আবেদন করা হয়। আদালত আমির হামজার জবানবন্দি রেকর্ড করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

গত ২৫ মে আমির হামজাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে সোমবার আমির হামজাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, আসামি হামির হামজা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদমূলক প্রচার চালিয়ে আসছিলেন। তাঁর উগ্রবাদমূলক প্রচারণায় উদ্বুদ্ধ হন আসামি আবু সাকিবসহ অন্যরা।