হলি ফ্যামিলিতে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুরে ৩৬ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়
ছবি: সংগৃহীত

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে বিশেষায়িত কিডনি ডায়ালাইসিস সেন্টার। এই সেন্টার থেকে বছরে ৪০ হাজার রোগীকে কিডনি ডায়ালাইসিস সেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

গতকাল শনিবার দুপুরে ৩৬ শয্যার এই কিডনি ডায়ালাইসিস সেন্টারটি চালু হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের যৌথ উদ্যোগে এই সেন্টারটি স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সিলেট-৫ আসনের সাংসদ মো. হাফিজ আহমেদ মজুমদার এবং জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক সেন্টারটি উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মো. হাফিজ আহমেদ মজুমদার বলেন, এখানে ১০০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। এর মধ্যে ৩৬টি শয্যা দিয়ে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু চালু হলো। আগামী দুই মাসের মধ্যে সেন্টারটিকে ৬৫ শয্যায় উন্নীত করা হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের যৌথ উদ্যোগে সেন্টারটি স্থাপন করা হয়েছে
ছবি: সংগৃহীত

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবে মিল্লাত বলেন, এই উদ্যোগের মাধ্যমে কিডনি রোগীদের স্বল্পমূল্যে আন্তর্জাতিক মানের উন্নত চিকিৎসাসেবা দেওয়া হবে।

জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, দেশে অন্তত তিন লাখ মানুষ প্রতিবছর কিডনি জটিলতায় ভোগেন। এর মধ্যে ৩৫ থেকে ৪০ হাজার রোগী কিডনি বিকল হওয়ার সমস্যায় ভোগেন। কিন্তু কেবল সাত থেকে আট হাজার রোগী চিকিৎসা পান। বাকিরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন।

উদ্বোধনকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যক্ষ মো. দৌলতুজ্জামান, কোষাধ্যক্ষ তাওহিদুর রহমান, পরিচালক মো. মোর্শেদ, জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, নির্বাহী পরিচালক তানভীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।