হাইকোর্টে জামিন চেয়ে বিফল এনামুল-রুপন

এনামুল হক ও রুপন ভূঁইয়া
ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ক্যাসিনো ব্যবসায়ী দুই ভাই এনামুল হক ও রুপন ভূঁইয়ার জামিন হয়নি।

এনামুল ও রুপনের জামিন প্রশ্নে দেওয়া রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই রায় দেন।

আদালত বলেছেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের (এনামুল ও রুপন) জামিন বিবেচনা করা যাবে না। তাঁদের কাছে প্রচুর অবৈধ অর্থ থাকার তথ্য আছে।

আরও পড়ুন

এনামুল গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি। তাঁর ভাই রুপন একই কমিটির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক।

গত বছরের ২৩ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক।

দুদকের করা ওই মামলায় জামিন চেয়ে গত ১৫ জুন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে বিফল হন এনামুল ও রুপন।

পরে গত মাসে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেন এনামুল ও রুপন।

এনামুল ও রুপনের পৃথক আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁদের জামিন প্রশ্নে রুল দিয়েছিলেন।

আরও পড়ুন

ওই রুলের ওপর গতকাল মঙ্গলবার শুনানি শেষ হয়। আজ রায় দেওয়া হলো।

গত বছর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর এই দুই ভাই আলোচনায় আসেন। শুরুর দিকে তাঁরা পলাতক ছিলেন।

গত ১৯ জানুয়ারি এনামুল ও রুপনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁরা এখন কারাগারে আছেন।