ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কেব্ল নেটওয়ার্ক কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর এবং গ্রাহকদের নিজেদের টেলিভিশনের সঙ্গে সেট টপ বক্স সংযুক্ত করতে হবে, এ সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের করা আবেদনটি ২০ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ রোববার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এক গ্রাহকের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩১ মে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। সেদিন হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কেব্ল নেটওয়ার্ক কার্যক্রম ৩১ মের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর এবং গ্রাহকদের নিজেদের টেলিভিশনের সঙ্গে সেট টপ বক্স সংযুক্ত করতে হবে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ওই সিদ্ধান্তের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। রিট আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জুলহাস উদ্দিন আহমাদ ও খন্দকার মোহাম্মদ মুশফিকুল হুদা।
রিট আবেদনকারীর আইনজীবী খন্দকার মোহাম্মদ মুশফিকুল হুদা প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে। স্থগিতাদেশ না দিয়ে চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি ২০ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। ফলে আপাতত গ্রাহকদের সেট টপ বক্স বসাতে হচ্ছে না।
এর আগে গত ২৮ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণলালয় ওই সিদ্ধান্ত জানায়। সিদ্ধান্তে আরও বলা হয়, সেট টপ বক্স ব্যবহারে গ্রাহকদের আগ্রহী করার জন্য সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও অন্যান্য মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে এবং বিটিভি কর্তৃক নির্মিত টিভিসি বেসরকারি টিভি চ্যানেলগুলোতে বারবার প্রচার করতে হবে। কেব্ল নেটওয়ার্ক কার্যক্রম ডিজিটালাইজেশন নীতিমালা বা গাইডলাইন প্রণয়নের জন্য কেব্ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ডিস্ট্রিবিউটররা এ–সংক্রান্ত প্রয়োজনীয় ইনপুট মন্ত্রণালয়ে পাঠাবে। ২৮ এপ্রিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আবুল কাউসার নামের এক গ্রাহক ওই রিটটি করেন।